বাউফলে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‌্যালী

বাউফলে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‌্যালী


 দূর্জয় দাস:  কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিজয়ের আনন্দে এখনও ভাসছে বাউফল । গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফলে লোক সাহিত্যের ঐতিহ্যবাহী পোষাক ধুতি পাঞ্জাবি পড়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী করে আর্জেন্টিনার সমর্থকরা।
আনন্দ র‌্যালীতে সুসজ্জিত ঘোড়ায় চড়ে পতাকা হাতে নিয়ে উল্লাস প্রকাশ করেন কয়েক শতাধিক ফুটবল প্রেমী মানুষ। বিকাল ৩ টায় উপজেলার ইলিশ চত্বর থেকে র‌্যালী বের হয়ে গোলাবাড়ি মোড় হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণের পর বাজার রোডের ওয়াদুদ মিয়া প্যালেসের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে ব্যান্ডের তালে তালে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন আর্জেন্টিনার ভক্তরা।
এসময় মিছিলে আগত আর্জেন্টিনার সমর্থকরা  জানান, আর্জেন্টিনার এ জয়কে স্বাগত জানিয়ে স্মরণীয় করে রাখতেই আমাদের এ বিজয় মিছিল । বাউফলের মানুষ ফুটবলপ্রেমী। বিশ্বকাপ ফুটবল আসলেই আমরা অন্যরকম এক উৎসবে মেতে উঠি।
বর্ণাঢ্য কর্মসূচীতে হুইল চেয়ার নিয়ে কায়েদ ইসলাম নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোর অংশ নেয়ায় আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েকগুন। আনন্দ র‌্যালী শেষে ভক্তদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।